#বাংলা_স্কুল থেকে #নাজিরুল_ইসলাম_কলেজিয়েট_স্কুল -------------------------------------------------------------------- বাজিতপুর উপজেলায় প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানের কথা আলোচনা করলে সর্বপ্রথমেই গোবিন্দপালের বাংলা স্কুলের কথা স্মরণ করতে হয়। বাংলা স্কুলটি ছিল তৎকালীন সময়ের উচ্চ প্রাইমারি স্কুল। বর্তমান বাজিতপুর পৌরশহরের পাগলারচরে গদাধর চৌধুরীদের বাড়িতে স্কুলটির কার্যক্রম প্রথমে শুরু হয়। সময়টি ছিল বিগত ঊনবিংশ শতাব্দীর ষাটের দশক ১৮৫৬/৫৭ খ্রিস্টাব্দ। তখন স্কুলটির প্রধান শিক্ষক ছিলেন পালপাড়ার বিহারীলাল পাল। পরবর্তীতে গোবিন্দপালের মৃত্যুর পর ১৯১০ খ্রিস্টাব্দে বাংলা স্কুলটি গোবিন্দচন্দ্র মধ্য ইংরেজি স্কুলে উন্নীত হয়। গোবিন্দচন্দ্র মধ্য ইংরেজি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন বাজিতপুরের তৎকালীন খ্যাতনামা শিক্ষক তারিনী চরণ দাস। তৎপরবর্তীকালে স্কুলটি পাগলারচর হতে বসন্তপুরে স্থানান্তর হয়ে বাজিতপুর টাউন হাইস্কুল নামধারণ করে ব্যাপক পরিচিতি লাভ করে। স্কুলটি ১৯৫৮ খ্রিস্টাব্দে জুনিয়র স্কুলে রুপান্তরিত হয় এবং ১৯৬৫ খ্রিস্টাব্দ হতে বাজিতপুর টাউন হাইস্কুল নামে সরকারি অনুদান প্রাপ্ত হয়। পরবর্তীতে শিল্পপতি জহুরুল ইসলামের অনুদান প্রাপ্তির মাধ্যমে 'জহুরুল ইসলাম শিক্ষা কমপ্লেক্স' এর আওতাধীন হয়ে বর্তমান নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুলে রুপান্তরিত হয় এবং উত্তরোত্তর উন্নতি ও সাফল্যের মধ্যদিয়ে প্রতিষ্ঠানটি ব্যাপক সুনাম অর্জন করছে। #তথ্যসূত্রঃ_বাংলা_একাডেমির_বাংলাদেশের_লোকজ_সংস্কৃতি_গ্রন্থমালা_কিশোরগঞ্জ